আমরা যখন Github, Vercel, Netlify, Cloudflare এ কোনো রিপো/প্রজেক্ট ডিলেট করতে যাই, যখন পপ-আপ/ডায়লগ আসে, যেখানে প্রজেক্টের নাম/”delete my project” ইনপুট করতে হয়, টাইপ না করলেও অন্তত কপি পেস্ট তো করতেই হয়।

এই ঝামেলা থেকে মুক্তি পেতে ai দিয়ে এক্সটেনশন বানালাম,

Github: https://github.com/2u841r/DeleteThing

Download: https://dub.sh/deletething

শুধুমাত্র ৪টি সাইটের URL ডিটেক্ট করবে + javascipt দিয়ে ডিলেট ফিল্ডে যা লিখতে হবে, তা পূরণ করে দেবে।

গিটহাব রিপো ডিলেট করতে ডিলেট বাটনে ক্লিক, তারপর ২ টি ক্লিক + ইনপুট + আরেক ক্লিক করতে হয় (৫ ধাপ)- এই এক্সটেনশন দিয়ে ২ ধাপ

গুগল ক্রোম মার্কেটপ্লেসে পাবলিশও করেছি, $5 খরচ করে এক্সটেনশন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলতে হয়েছে।

উপকৃত হলে গিটহাবে স্টার এবং ক্রোম মার্কেটপ্লেসে রেটিং দেয়ার জন্য রইলো।

নিরাপদ কিনা?

১। গুগল এক্সটেনশন পাবলিশের সময় + প্রতিবার আপডেট করলে রিভিউ করে।

২। সোর্স কোড দেখতেই পাবেন