Evolution-X
আগামি ২৩ জুলাই আমার মোবাইলের ৩ বছর পূর্ণ হবে। Xiaomi Note 11 lite NE 5g
পরিচিত একজনের মাধ্যমে দেশের বাহিরে থেকে আনানোর ফলে এমনিতেই ওয়ারেন্টি ছিলো না, তবুও ১ বছর/ওয়ারেন্টি ফুরানোর পরেও ৬-৭ মাস শাওমির রমই ব্যবহার করছিলাম। পরবর্তীতে ২০২৪ সালের ফেব্রুয়ারীতে PixelExperience কাস্টম রম ব্যবহার শুরু করি, ব্লগ পোস্টের লিংক – My Pixel Experience।
বিকাশ অ্যাপ ঝামেলা করছিলো। সিকিউরিটি রিজনে লগিন করতে দিচ্ছিলো না।
রুট তো করা না + “কাস্টম রম” ডিটেক্ট করে error দিয়েছে কিনা- জানি না, তবে এরোরে তা লেখা ছিলো না।
(মেইল করেছিলাম, আনইন্সটল করে আবার ইন্সটল করতে বলেছে। করলে প্রথমবার ঠিকমত লগিন হয়, পরে ২য়বার থেকেই আবার আগের সমস্যা হয়। জানিয়েছি- দেখি- কী সমাধান দেয়।)
কাস্টম রম আরো আগেই পাল্টাতাম। কিন্তু সমস্যা হচ্ছে- পুরো মোবাইলের ব্যাকাপ রাখা, আবার প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করে লগিন করা- এগুলো কিছুটা ঝামেলার।
যাই হোক- আমার ল্যাপটপে ২টি উইন্ডোজ দেয়া ছিলো- Windows 11 মেইন, আর Windows 10। ৬০ জিবির পার্টিশন ছিলো 10 এর জন্য – সেটি ফরম্যাট করে (কারণ স্টোরেজ deficiency তে ভুগছি, ৫০০ জিবি SSD) সেখানে ফোনের ব্যাকাপ রেখে LineageOS ফ্ল্যাশ মারতে চেয়েছিলাম।
কিন্তু লিনেজ এর ইন্সট্রাকশনে android 14 থেকে 15 তে আপগ্রেড করতে বলছিলো, আমার তো Pixel experience এ 13 ছিলো, তাই লিনেজ বাদ দিয়ে Evolution-X এর android 14 নামিয়ে ফ্ল্যাশ মারি- বলা উচিত- ফ্ল্যাশ মারার চেষ্টা করি।
কিন্তু error: SPL downgrade failed- current 2024-12-05 and target spl 2024-11-01.
আমার মনে হয়- যেহেতু এইসব রমে গুগলের অফিশিয়াল ফিচার/প্যাচ/আপগ্রেড আসতে থাকে- তাই বিল্ড/প্যাচ ডেটও পালটে যায়। পিক্সেল এক্সপেরিএন্সে বেশ কয়েকবার আপডেট পেয়েছিলাম।
পরে চ্যাটজিপিকে জিজ্ঞেস করে android 15 নামিয়ে ফ্ল্যাশ মারতে গেছে ৪৭% পার্সেন্ট হওয়ার পর মোবাইলের Bootloader এ “আপনি কি শিওর আপনি ডাউনগ্রেড করতে চাচ্ছেন?” আমি Yes দিয়ে সফল হই।
(SPL এর ক্ষেত্রে ঐরকম কোনো অপশন দেয়নি টার্মিনালে)
রম | সিঙ্গেল কোর | মাল্টি কোর |
---|---|---|
Xiaomi Official | ৭৭০ | ২৭০৩ |
PixelExperience | ১০২০ | ২৭৮৯ |
Evolution-X | ১০২৩ | ২৯০৭ |
এভাবে উন্নত হতে থাকলে ১০-১৫ বছরের মধ্যে Iphone 14, Galaxy S24 ultra কেও পিছে ফেলে দেবে 😀
যাই হোক- আমি তো Android 13 থেকে Android 15 তেই আসলাম- সেক্ষেত্রে মনে হয় লিনেজ ট্রাই করলেও হয়ে যেত।
লিনেজ এর ইন্সট্রাকশন খুব বেশি বিস্তারিত- নতুনদের জন্য অবশ্যই ভালো, পুরানদের জন্য বিরক্তিকর হতে পারে। তাই আমি ১০ ধাপের ইন্সট্রাকশন পড়ে দেখিনি- Evolution-X এর সংক্ষিপ্ত ইন্সট্রাকশন ফলো করে কাজ সেরে নিয়েছি।
নোটঃ বিকাশের সমস্যা ঠিক হয়েছে, এইমাত্র ইন্সটল + আরেকবার লগিন করে দেখলাম।