পাইথন শিখেছি শুরুতে BroCode চ্যানেলের এক ঘণ্টার ক্র্যাশ কোর্স

এরপর netninja চ্যানেলের django crash course

একই চ্যানেলের Python Playlist (এবং একটু w3schools)

শেখার সময়: ৮ অক্টোবর থেকে পরবর্তী কয়েকদিনে।

পাইথনের ফাংশনের প্যারামিটারের বৈচিত্র্য ভাল লেগেছে। django লারাভেলের চেয়ে সহজ ও ক্লিন মনে হয়েছে, এছাড়া ট্রেইলিং কমা ব্যাপারটা কেমন যেন!

php শিখেছি ১৮ অক্টোবর, W3schools থেকে

আর Laravel শিখেছি আজ ১৯ অক্টোবর, The Codeholic চ্যানেল থেকে।

php দেখি পুরাই জাভাস্ক্রিপ্ট! 😁 প্রচুর মিল।

আর Rust 🦀, ৭ নভেম্বর এবং আগে পরে কয়েকদিন। Bek Brace চ্যানেলের একটি ভিডিও থেকে।